Gratitude
সভাপতির বক্তব্যঃ
আব্দুল আলীম,সভাপতি(১০ম কার্যনির্বাহী কমিটি) |
আলহামদুলিল্লাহ! মহান রবের শুকরিয়া যে এমন একটি মহৎ কাজ করতে পেরেছি, যে সকল বড় ভাই নিজেদের শ্রম দিয়ে তিলে তিলে 'ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ' গড়ে তুলেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তাদের যাদের উসিলায় এই ক্ষদ্র মানুষ টি এত বড় একটি দায়িত্ব পেয়েছে। শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের শ্রম দিয়ে,মেধা দিয়ে যে সংগঠন গড়েছেন সেই সংগঠনের পরবর্তী প্রজন্ম বা আমরা আপনাদের চিনব না এটা আমি কখনোই মেনে নিতে পারছিলাম না তাই এমন একটি উদ্যোগ গ্রহন করেছি যাতে প্রথম ব্যাচ থেকে চলমান ব্যাচের সকলের তথ্য গুলো একত্রিত করতে পরতে পারি,আমি দায়িত্বে আসার পর এমন একটি কাজের দাবি করেছিল অনেক বড় ভাই, তাই আমার কমিটি সাধ্যানুযায়ী কাজটি করার চেস্টা করেছে,২০০৭ সালে সংগঠন প্রতিষ্ঠিত হলেও আমরা জানি না আমরা কত তম কমিটি,সংগঠনের শুরুর দিকের লোক কারা,এ সকল তথ্য গুলো সংগ্রহ করার চেস্টা করেছি, এখানে অনেক বড় ভাই,আপু আমাকে সহযোগিতা করেছে, একটি ওয়েবসাইট বানানোর জন্য অনেকের সাথে কথা বলেছি, তেমন ভাবে কাউকে পাচ্ছিলাম না,হঠাৎ CSE ডিপার্টমেন্ট এর ১৩ তম ব্যাচের ছোট ভাই নাঈম হোসাইন এমন একটি কাজ করতে আগ্রহ প্রকাশ করে,আমি তাকে কাজটি শুরু করতে বলি। আমার কমিটি এই সংগঠন প্রতিষ্ঠা করার জন্য বড় ভাই দের প্রতি যেমন কৃতজ্ঞ তেমনি তোমার এই কাজের জন্য তোমার কাছে কৃতজ্ঞ, সত্য কথা বলতে সংগঠনে সবাই আসে না, যারা ভালোবাসে তারাই সামনে বা আড়াল থেকে সংগঠন এগিয়ে নিয়ে যায়,। ময়মনসিংহহে ত্রিশালের মাটিতে আমার জন্ম হলেও আমার শিক্ষা জীবনের ক্রমবিকাশ এখানে হয়নি তাই যেখানেই থেকেছি ময়মনসিংহের লোক পেলে কাছে টেনে নিয়েছি বা কাছে গিয়েছি, তেমনি ভাবে ২০১৫-১৬ সেশনে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েই নিজ এলাকার সিনিয়র ভাইদের খোঁজ করি এবং জানতে পারি, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন আছে যেটির বর্তমান নাম ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ। তখন থেকে আমি সংগঠন কে ভালোবেসেছি সময় সংগঠনে গিয়েছি, সাধ্যানুযায়ী সংগঠনে সময় দেওয়ার চেস্টা করেছি, দল মত নির্বিশেষে যে যায় বলুক যখনি আমি শুনেছি ময়মনসিংহের একজন পরীক্ষার্থী এসেছে তখনি আমি ছুঁটে গিয়েছি, ভবিষ্যতেও যাব ইনশাল্লাহ,জনগণের টাকায় যেহেতু লেখা-পড়া করি তাই জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই, সেই সেবাটা হোক নিজ এলাকা থেকে,বিশেষ করে ময়মনসিংহবাসী আমকে যখনি ডাকবে আমি তখনি ছুঁটে যাব আমি যখন যেখানেই থাকি, ইনশাল্লাহ। সর্বোপরি সকলের দোয়া চাই। আমার কমিটি যতদিন আছে আমরা যেন তত দিন সংগঠনের গঠন মূলক কাজ করে যেতে পারি,সংগঠন এগিয়ে নিতে পারি, সিনিয়র ভাই আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, ভালো কিছু করেন সেই দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের দেওয়া দায়িত্ব যেন ভালো ভাবে পালন করতে পারি। জুনিয়রদের বলব সংগঠন কে ভালোবাসো, সংগঠনে আসো। এই সংগঠন তাদের যারা ময়মনসিংহ কে জন্মস্থান মনে করে এবং গর্ববোধ করে যে আমি ময়মনসিংহের।