About
"বাংলাদেশের পূর্বাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৬ সালে আত্মপ্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।লালমাটির এই দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবছর ভর্তি হয় বৃহত্তর ময়মনসিংহের অনেক কৃতি সন্তান।ময়মনসিংহ থেকে আগত শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির সম্পর্ক বৃদ্ধি,ভর্তিচ্ছু ও নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি সিনিয়র-জুনিয়র মেলবন্ধন বজায় রাখতে প্রাক্তন কিছু শিক্ষার্থী ২০০৭ সালে প্রতিষ্ঠা করে 'বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ '। যা আজকে "ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ" নামে পরিচিত।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য,নবীন বরণ ও প্রবীণ বিদায়,শিক্ষা সফর, চড়ুইভাতি, বারবিকিউ পার্টি ও গেট টুগেদার, ইফতার মাহফিল, ঈদ পূর্ণমিলনী, চা আড্ডা,অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো,উত্তীর্ন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহযোগিতা ও আবাসন ব্যবস্থা। এছাড়াও সংগঠনটির বিভিন্ন কর্মসূচীতে শিক্ষক,শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্যমে সংগঠনটি আজ প্রাণবন্ত হয়ে উঠেছে।এটি প্রতিষ্ঠার পর থেকেই প্রাক্তন নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই আজকে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে সংগঠনটি।আমরা আশাবাদী ময়মনসিংহের কৃতি সন্তানরাই আগামীতে দেশ ও জাতির বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।